ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না

ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না

1  
ধন্য সেই জন, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রূপকারীদের অাসরে বসে না

2  
কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, তাঁর বিধি ব্যবস্থা যার দিবারাত্রির ধ্যান।

3  
সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু, যথা সময়ে যা হয় ফলবান, চিরসজীব থাকে পত্র যার; সার্থক হয় তার সকল প্রচেষ্টা।

4  
কিন্তু দুর্জনেরা তেমন নয় তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ।

5  
ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে, ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই।

6  
ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী।

Psalm 1 in Bengali

Psalm 1 in English

এখন থেকে আপনার শিশুরা বংলাতে শিশুদের বাইবেল অ্যাপ্ টি ব্যবহার করতে পারবে!

আজ OneHope এর অংশীদারিত্বের মধ্য দিয়ে আমরা এটি ঘোষণা করতে পেরে খুশি যে শিশুদের বাইবেল অ্যাপ্ এখন বাংলা ভাষায়। এখন থেকে আরও অনেক বেশী বেশী শিশুরা তাদের নিজেদের মত করে বাইবেলের অভিজ্ঞতা লাভ করবে।

অ্যাপ্ সেটিংস এর মধ্যে: একটি ভাষা থেকে অন্য ভাষায় যাওয়া খুব সহজ।

  1. নিশ্চিত করুন আপনি আপনার অ্যাপ্ টি আপডেট করেছেন এর সবচেয়ে সাম্প্রতিক সংস্করণে
  2. অ্যাপ্ টি খুলুন গিয়ার আইকনটিতে ট্যাপ করুন () এবং সেটিংস খুলুন।
  3. ভাষা – তে ট্যাপ করুন এবং আপনার পচ্ছন্দ মত নির্বাচন করুন

এখন থেকে এই ভাষাতেই অডিও শোনা যাবে এবং যে কোন শব্দ এই ভাষাতেই দেখা যাবে!

এই বিশাল সংবাদটি উদযাপন করতে আমাদের সাহয্য করুন!

Share
Tweet
Email


শিশুদের বাইবেল অ্যাপ্ সম্পর্কে

OneHope এর সাথে অংশীদারিত্বের মধ্য দিয়ে তৈরী, শিশুদের বাইবেল অ্যাপ্ বাইবেল অ্যাপ্ নএর নির্মাতা YouVersion এর পক্ষ থেকে। শিশুদেরকে তাদের নিজেদের মতন করে বাইবেলের একটি চমকপ্রদ অভিজ্ঞতা দেবার জন্য ডিজাইনকৃত শিশুদের বাইবেল অ্যাপ্ ইতিমধ্যে ১৮ মিলিয়নের বেশী Apple, Android, এবং Kindle ডিভাইসগুলিতে ইন্সটল করা হয়েছেে এবং এটি সম্পূর্ণ ফ্রি।সমগ্র পৃথিবীর শিশুরা ইতিমধ্যে শিশুদের বাইবেল অ্যাপ্ টি উপভোগ করা শুরু করে দিয়েছ ৩১ ভাষাতে — যার মধ্যে এখন রয়েছে বাংলাও!

App Store Google Play Amazon